বিনোদন

সুখবর দিলেন কঙ্গনা

| October 21, 2023

বলিউড তারকা কঙ্গনা রানাউতের জীবন খোলা বইয়ের মতো। তিনি যেকোনো কথাই বলে ফেলতে পারেন সবার সামনে।

এখনো ‘সিঙ্গেল’ তিনি। তবে বলিউডে আসার পর একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আর তাদের মধ্যে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার প্রেম ছিলো অনেকটা মাখো মাখো।

কিছু দিন আগে রটেছিলো কঙ্গনা বিয়ে করছেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, তিনি বাগদান পর্ব সারতে চলেছেন এক ব্যবসায়ীর সঙ্গে ডিসেম্বরে। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আগামী বছরের এপ্রিলে। এ বছরের জুলাইয়ে আগাম খবর দিয়ে রেখেছিলেন। এবার হাসপাতাল থেকেই সুখবর দিলেন কঙ্গনা। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। তার পরিবারে এখন খুশির হাওয়া বইছে। এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীর মতো তারকারা।

প্রেমে পড়েছেন কঙ্গনা!

শুক্রবার কঙ্গনা ফুফু হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই কঙ্গনা আদরে ভরালেন। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দাদির কোলেও দেখা গেল ‘বেবি রানাউত’কে।

২০২০ সালে অক্ষতের বিয়ে হয় রীতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়। সেখান থেকেই শাড়ি-গহনায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply