জাতীয়

ফিলিস্তিনে প্রাণহানিতে যুক্তরাষ্ট্রের শোক, পতাকা অর্ধনমিত

| October 21, 2023

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃতে্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পতাকাও অর্ধনমিত রেখেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছে মার্কিন দূতাবাস।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এ জন্য আজ মার্কিন পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ সরকারের এই ঘোষণার পরপর এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, প্রত্যেক নিরপরাধের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে শনিবার দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, আমরা এই সংঘাতে নিহত প্রত্যেক ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করি।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply