জাতীয়

গলায় ফাঁস দিয়ে বদরুন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা

| October 22, 2023

ঢাকার খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২১ অক্টোবর) রাতে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি বদরুন্নেছা মহিলা কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

হাসপাতালে মৃত শারমিনের চাচা হালিম সরকার জানান, খিলগাঁও নন্দিপাড়ায় তাদের নিজেদের বাড়ি। রাতে শারমিন নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় ফেমাস হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় একটি ছেলের সঙ্গে তার বিয়ের কথা চলছিলো। তবে সে কেনো আত্মহত্যা করেছে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply