জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, সোমবার থেকে বৃষ্টি হতে পারে

| October 22, 2023

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) তা আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি বলছে, আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সুস্পষ্ট লঘুচাপটি রবিবার (২২ অক্টোবর) নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের প্রভাবে সোমবার কিছুটা বৃষ্টি হবে। তবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রংপুর ছাড়া সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply