যশোর

চৌগাছায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো বৃদ্ধার

| October 22, 2023

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আজিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের রফজেল আলী খানের স্ত্রী।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পাশ দিয়ে যাওয়া সোলিং রাস্তা দিয়ে চৌগাছা-মহেশপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় মহেশপুরের দিক থেকে চৌগাছাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মাথায় ও মুখে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চৌগাছার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে তিনি পালিয়ে যান। পরে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি হেফাজতে নেয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply