বিনোদন

বিয়ে করবেন না অপু বিশ্বাস!

| October 22, 2023

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখনো ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই সময় পার করছেন।

শাকিব খানের সঙ্গে সংসার ভাঙনের পর পাঁচ বছরে ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছেন অপু বিশ্বাস। ছেলের সুখের জন্য ভবিষ্যতে দ্বিতীয় বিয়ে করবেন এই নায়িকা।

নায়িকা বলেছেন, প্রথম বিয়েটা আমি ভেবে করিনি। তবে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তটা ভেবে নিতে চাই।

দুর্গাপূজায় বোরকা পরে শপিং করবেন অপু বিশ্বাস

এরপর নিজের প্রসঙ্গ টেনে অপু বলেন, সুতরাং, এমন এক পদক্ষেপে হয়তো আমি সুখী হবো, কিন্তু আমার সন্তান সুখী হবে না।

আবারো উড়াল দিচ্ছেন অপু বিশ্বাস

অপু, পরিস্কার ভাষায় তেমন কিছুর উত্তর দেননি। তবে জানিয়ে রাখলেন, সন্তানের ‘সুখ’ কে বেশি প্রাধান্য দেবেন তিনি।

অপুর ভাষায়, কার সুখকে বেশি প্রাধান্য দেবো? সেটা যদি হয় আমার সন্তান এবং সে যখন জানে, এটাই তার বাবা-মা। হয়তো তারা একই ছাঁদের নিচে থাকছেন না, কিন্তু পরিবার একটাই। বাবা হিসেবেও অন্য কাউকে দেখতে হচ্ছে না। এই বিষয়গুলোই আমি এখন সবচেয়ে বেশি ভাবি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply