জাতীয়

গ্রাম আদালতে জরিমানা করা যাবে ৩ লাখ টাকা পর্যন্ত

| October 23, 2023

গ্রাম আদালতে জরিমানা করার ক্ষমতা ৭৫ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করতে যাচ্ছে সরকার।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা (জরিমানার করার ক্ষমতা) ৭৫ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।

মাহবুব হোসেন বলেন, চেয়ারম্যানসহ পাঁচজনের সমন্বয়ে গ্রাম আদালত হয়। কিন্তু কোনো কারণে একজন অনুপস্থিত থাকলে আদালতের সদস্য সংখ্যা চারজন হয়ে যায়। সেক্ষেত্রে চেয়ারম্যানের সিদ্ধান্ত প্রাধান্য পাবে।

এছাড়া আগের আইনের কয়েকটি জায়গায় থাকা ‘নাবালক’ শব্দটি বদলে ‘শিশু’ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply