খেলাধুলা

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

| October 24, 2023

বিশ্বকাপের আগের ম্যাচগুলোয় প্রথম পাওয়ারপ্লেতে ঝড় তোলা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশের ঘরও পার করতে পারেনি। পাওয়ারপ্লেতে তাদের সংগ্রহ ছিলো ৪৪ রানে ২ উইকেট। শুরুতেই দক্ষিণ আফ্রিকার জোড়া উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বায়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা ধুঁকতে থাকে প্রোটিয়া ব্যাটাররা।

ইনিংসের দ্বিতীয় ওভারে ক্যাচ দেন রেজা হেনরিখস। মেহেদি হাসানের বলে সেই সহজ সুযোগ মিস করেন স্লিপে থাকা তানজিদ তামিম। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন দুই ওপেনার। কিন্তু সেই জুটি বড় করতে দেন নাই পেসার শরিফুল ইসলাম।

দলীয় ৩৩ রানে ১৯ বলে ১২ রান করা হেনরিখসকে আউট করেন শরিফুল। তার আউটের পর ক্রিজে আসা রাসি ভ্যান ডুসেনকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply