আইন আদালত

সুপ্রিমকোর্টের ১৯৬৭ সালের সিন্দুকে যা পাওয়া গেলো

| October 25, 2023

সুপ্রিমকোর্টের হিসাব শাখার ১৯৬৭ সালের দুইটি লোহার সিন্দুক খোলা হয়েছে। সিন্দুক দুটিতে নগদ টাকার বান্ডিল, পয়সা, প্রাইজবন্ড, পুরোনো চিঠি, সিল মোহর, চাবিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া যায়।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটারের সাহায্যে সিন্দুক দুটি খোলা হয়। এ সময় উৎসুক মানুষ সেখানে ভিড় জমান।

সুপ্রিমকোর্টের কিপার বশির আহমেদ হিরা বলেন, সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে সিন্দুক দুইটি নিলামে বিক্রি করা হয়। শর্ত ছিলো ভেতরে থাকা জিনিসপত্র সুপ্রিমকোর্টে জমা দিতে হবে। সিন্দুকের লোহার অবকাঠামো নিলামকারী নিয়ে যাবে। আমাদের ধারণা, সিন্দুক দুইটি ১৯৬৭ সালের দিকের হবে। ওই সময় থেকে সিন্দুকে গুরুত্বপূর্ণ নথি রাখা হতো।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply