যশোর

যশোরে সুতার দোকানে আগুন

| October 27, 2023

যশোরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে সুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) শহরের বড়বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সুতা ব্যবসায়ী আবুল কাশেম জানিয়েছেন, এদিন বন্ধ থাকলেও সন্ধ্যার পরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে যায়। আর ওইআগুনে দোকানের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি পাশের দোকানদারদের কাছ থেকে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। তবে এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু আশপাশে কোনো দোকানের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিবেশী ব্যবসায়ীরা।

খুলনায় আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

এই ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক এসএম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, দোকানে আগুন লাগার খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply