বিএনপি

যুবদল নেতা শামীমের শরীরে আঘাতের চিহ্ন নেই, মৃত্যু হৃদরোগে

| October 28, 2023

রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে মৃত্যু হয় যুবদল নেতা শামীম মোল্লার। যুবদল নেতা শামীমের শরীরে আঘাত নেই বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক রেজাউল হায়দার। তার মরদেহ শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক রেজাউল হায়দার বলেন, শামীমকে অচেতন অবস্থায় রাস্তা থেকে তুলে আনেন কয়েকজন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী দাবি করেন, শনিবার দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় শামীম মোল্লার।

শামীম মোল্লার বাবার নাম ইউসুফ মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি বলে জানান কাদের গনি চৌধুরী।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply