খেলাধুলা

সেমিফাইনালের আশা শেষ টাইগারদের!

| October 28, 2023

বিশ্বকাপে টানা চার পরাজয়ে ধুঁকছিলো বাংলাদেশ দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো টাইগাররা। তবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে থাকা ডাচদের বিপক্ষেও হারলো সাকিব আল হাসানের দল। তাতে বিশ্বকাপ থেকে বাদ পড়া অনেকটা নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply