Uncategorized

কিশোরগঞ্জে ইউএনও’র গাড়ি ভাঙচুর

| October 29, 2023

কিশোরগঞ্জের শোলাকিয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা।

রবিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জ পৌর শহরের শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রী যাপন করেন। সকালে তিনি তার কর্মস্থল ইটনার উদ্দেশ্যে রওনা করেন। তাকে সার্কিট হাউস থেকে গাড়িযোগে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, তাকে করিমগঞ্জের বালিখলা ঘাটের নামিয়ে সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সামনে আসতেই পিছন দিক থেকে কে বা কারা ঢিল ছুঁড়ে মারে। এতে গাড়ির দুইটি গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, জেলার করিমগঞ্জ উপজেলার পেট্রোল পাম্প থেকে তেল ভরে জেলা শহরের সার্কিট হাউজের দিকে ড্রাইভার মুস্তাকিম গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হরতাল সমর্থকেরা (বিএনপি) গাড়িটির গতিরোধ করে ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply