Uncategorized

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

| October 29, 2023

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে মাগুরায় আইনজীবীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুরনো চেহারায় বিএনপি

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, পিপি অ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু, বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন প্রমুখ।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, আজ গণতন্ত্রের নামে যারা বিচারপতির বাসভবন ও পুলিশ সদস্যকে হত্যা করেছে তারা মূলত গণতন্ত্রের শত্রু। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply