আওয়ামী লীগ

লেবুতলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

| October 29, 2023

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, অপরাজনীতি, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (২৯ অক্টোবর) বিকেলে যশোর-মাগুরা মহাসড়ক সংলগ্ন তেঁতুলতলা বাজারে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দীনের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাস্টার ওয়াজির আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসাহক আলী, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আশা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল ঘোষ, যুবলীগের আহবায়ক জহুরুল হক, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম ও সদস্য মঈনুদ্দিন হোসেন ময়না।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মীরা শান্তি মিছিল বের হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply