যশোর

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের গ্রেফতার দাবি

| October 30, 2023

ঢাকায় বিএনপি-জামায়াতের সমাবেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

জেইউজের সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, জেইউজের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply