জাতীয়

৩৭ ঘণ্টায় সারাদেশে ২১টি অগ্নিসংযোগ

| November 1, 2023

সারাদেশে গেলো ৩৭ ঘণ্টায় ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার রাত ৭টার মধ্যে এসব অগ্নিসংযোগের খবর পায় সংস্থাটি।

ফায়ার সার্ভিস জানায়, এসব অগ্নিসংযোগের মধ্যে ঢাকা মহানগরীতে ঘটেছে ৫টি। মহানগরীর ছাড়া ঢাকা বিভাগের গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে ৭টি, চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলি ও রাঙ্গুনিয়ায় ৪টি, রাজশাহী বিভাগের বগুড়া ও রায়গঞ্জে ৪টি, রংপুর বিভাগের পার্বতীপুরে ১টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি করে পিকআপ ও মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম ও ১টি পুলিশ বক্স পুড়ে যায়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply