যশোর

যশোরের মনিহারে বাসে আগুন, অমিতসহ ৩৫ জনের নামে মামলা

| November 3, 2023

যশোরের মনিহারে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিআরটিসি বাসে আগুন দেয়ার অভিযোগে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনের নামে মামলা হয়েছে। এরমধ্যে ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে এ মামলাটি করেছেন।

যশোরে বিআরটিসি বাসে ভয়াবহ আগুন

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা শহরের মনিহার এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এই বিষয়ে খোঁজখবর নিয়ে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী থানার এসআই জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply