যশোরে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে এসআই আমিরুল ইসলাম ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কোতোয়ালী থানার বাহাদুরপুর গ্রামের লিমন হোসেন (২৬) ও উপশহর এলাকার হাসান (২৪)।
শনিবার (৪ নভেম্বর) বিকালে জেলা পুলিশ এক প্রেস বিঙ্গপ্তিতে জানায়, শহরের বড়বাজারের মাছ বাজার থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় গোরাচাঁদ বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়। এরই প্রেক্ষিতে যশোরের উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ লিমন হোসেন ও হাসানকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন ও হাসান স্বীকার করেছে যশোর শহর ও আশপাশ এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরি করেছে।
স্বাআলো/এসএ