যশোর

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

| November 7, 2023

যশোরের শার্শায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিমন হোসেন রাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) রাতে উপজেলার নাভারন নিউমার্কেটের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত রিমন হাসান রাকিব যশোরের পূর্ববারান্দীপাড়ার ও আহত হাবিব শহরের হামিদপুর এলাকার বাসিন্দা।

ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ইউপি চেয়ারম্যানের

নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিবকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হাবিবের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। মামলার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply