জাতীয়

পেঁয়াজ আমদানির পরও কমছে না দাম

| November 9, 2023

ভারতে রফতানি মূল্য বেঁধে দেয়ার খবরে বাংলাদেশে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। চড়া দামেই আটকে আছে। কমছে না পেঁয়াজের দাম।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। আমদানি করা পেঁয়াজের কেজি ১১০ থেকে ১২০ টাকা।

বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না। আগামী মাসে ‘মুড়িকাটা’ পেঁয়াজ বাজারে এলে দাম কমতে শুরু করবে। আমদানি করা পেঁয়াজের স্টক শেষ হয়ে গেছে। দাম বেশি পড়ে যাওয়ায় ভারত থেকে এখনই পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি করা আলু বাজারে মাত্র আসা শুরু করেছে। আরো আসতে থাকলে আলুর দাম কমে যাবে। একই সঙ্গে নতুন আলু বাজারে আসতে আরো মাসখানেক সময় লাগবে। তখন দামে প্রভাব পড়বে।

সেপ্টেম্বরে সরকার পেঁয়াজের দাম নির্ধারণ করে ৬৪-৬৫ টাকা। তবে সে দাম বাজারে কার্যকর হয়নি কখনো। তবে এখন পেঁয়াজ দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply