যশোরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ভরসা, শামীম হোসেন ও আকাশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদরের ছাতিয়ানতলার চুড়ামনকাঠি হতে বাদিয়াটোলাগামী পাকা রাস্তার পাশে বড়বিলকান্দা মাঠে ইমরান হোসেন নামে এক ইজিবাইক চালককে গলায় চাকু ঠেকিয়ে রক্তাক্ত জখম ও হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় তিনজন ছিনতাইকারী। পরে স্থানীয় লোকজন ইমরানকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইমরান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক, চাকু, রক্তাক্ত সেন্ডেল, ছেড়া গামছা ও কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
স্বাআলো/এসএ