বিনোদন

ভেঙে গেলো উপস্থাপক রাফসান সাবাব ও ডাক্তার সানিয়ায় সংসার

| November 11, 2023

উপস্থাপক রাফসান সাবাবের সংসার ভেঙে গেছে। শুক্রবার (১০ নভেম্বর) ফেসবুক স্ট্যাটাসে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে রাফসান সাবাব বলেন, দুঃখের সঙ্গে ঘোষণা করছি, এশার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিলো না। অনেক চিন্তাভাবনার পর দুইজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে।

সবাইকে উদ্দেশ্য করে রাফসান সাবাব বলেন, আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। আমি খুব খুশি হবো, যদি আপনারা আমাদের প্রাইভেসিকে সম্মান করেন এবং একই সঙ্গে আমাদের জন্য শুভকামনা জানান।

নারীরা বৈবাহিক ধর্ষণের সুবিধা নিচ্ছেন

জানা যায়, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। চলতি মাসে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

কলেজে পড়াকালীন উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব। উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করেছেন তিনি। তার সঞ্চালিত জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply