যশোর

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

| November 11, 2023

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামি মঞ্জুরুল ইসলাম মালিক ওরফে লিপু (৫৪) মারা গেছেন। তার কয়েদি নম্বর-৩৩৫৯।

শনিবার (১১ নভেম্বর) ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, মঞ্জুরুল ইসলাম লিপু ২০০৯ সালে একই এলাকার গৃহবধূ রিনা আক্তার ও তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে আয়েশা খাতুনকে গলা কেটে করে হত্যা করে। ঘটনার দিনই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে আটক করে। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য গ্রহণ শেষে ২০১০ সালের ১৬ জানুয়ারি আসামি মঞ্জুরুল ইসলামকে ফাঁসির আদেশ দেন আদালত। এরপর তাকে চুয়াডাঙ্গা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে কর্তৃপক্ষ। হঠাৎ করে শনিবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply