আইন আদালত

মাদক মামলায় চৌগাছার ২ নারীর যাবজ্জীবন

| November 12, 2023

নড়াইলে মাদক মামলায় যশোরের চৌগাছার দুই নারীসহ ৩ নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন। সেইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জের নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার কাছ থেকে ৪০ বোতল, ফাতেমার কাছ থেকে ২৫ বোতল ও পেয়ারা বেগমের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৮ সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply