Uncategorized

শার্শায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

| November 13, 2023

যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু (৩৬) নামে এক মাদক ব্যব আটক করেছে পুলিশ।

রবিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ছোট মান্দারতলা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

বাবলুর রহমান বাবু উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম।

তিনি জানান, বাবলুর রহমান বাবু শার্শা টু বোয়ালিয়া সড়ক বোয়ালিয়া ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ১৮ কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ৯টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ১৮ কেজি।

তিনি আরো জানান, আটক বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply