যশোর

প্রেসক্লাব যশোরের নির্বাচন: ১৫ পদে ৩৫ মনোনয়নপত্র বিক্রি

| November 14, 2023

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ছিলো মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। আগের দিন সোমবারও (১৩ নভেম্বর) মনোনয়নপত্র বিক্রি হয়।

সভাপতি পদে ৩টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। এই পদে মনোনয়নপত্র কিনেছেন, বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত ও ফারাজী আহমেদ সাইদ বুলবুল।

সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন চারজন। এরমধ্যে শেখ দিনু আহমেদ, এম আইয়ুব, ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ আাব্দুল্লাহ হুসাইন। এই পদে ২ জন নির্বাচিত হবেন

সাধারণ সম্পাদক পদে ৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এই পদে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জুয়েল মৃধা, সরোয়ার হোসেন ও নুর ইসলাম।

যুগ্ম সম্পাদক পদে জাহিদুল কবীর মিল্টন, হাবিবুর রহমান মিলন, কাজী আশরাফুল আজাদ ও তহীদ মণি মনোনয়নপত্র ক্রয় করেছেন। এই পদে ২ জন নির্বাচিত হবেন।

কোষাধ্যক্ষ পদে ৩টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। মনোনয়নপত্র কিনেছেন করেছেন হাবিবুর রহমান রিপন, জাহিদ আহমেদ লিটন ও ফিরোজ গাজী।

দফতর সম্পাদক পদে ৪টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। মালেকুজ্জামান কাকা, মোস্তফা রুহুল কুদ্দুস, এস এম সোহেল ও আব্দুল কাদের মনোনয়নপত্র কিনেছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। মনিরুজ্জামান মুনির, দেওয়ান মোর্শেদ আলম ও মোস্তফা রুহুল কুদ্দুস মনোনয়নপত্র কিনেছেন করেছেন।

এছাড়া সদস্য পদে ১০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এই পদে যারা মনোনয়নপত্র কিনেছেন মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, শহিদ জয়, নুর ইসলাম, সাইফুর রহমান সাইফ, মুর্শিদুল আজিম হিরু, শিকদার খালিদ, আব্দুল ওহাব মুকুল, সৈয়দ শাহাবুদ্দিন আলম ও সফিক সাঈদ। এরমধ্যে ৬ জন নির্বাচিত হবেন।

আগামী ১৬ নভেম্বর মনোনয়নপত্র দাখিল। ১৮ নভেম্বর মনোনয়নপত্র বাছাই। বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে ১৯ নভেম্বর।

মনোনয়নপত্রের ওপর আপত্তি শুনানি ও নিষ্পত্তিকরণ ২০ নভেম্বর। বৈধ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২১ নভেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২২ নভেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৩ নভেম্বর।

আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply