যশোর

যশোরে বিপুল পরিমাণ গাঁজা জব্দ, দুই যুবক আটক

| November 16, 2023

যশোরের শার্শায় বিপুল পরিমাণ গাঁজাসহ আলম ও লাল্টু নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) রাতে শার্শার দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক আলম শেখ (৩৮) শার্শার রঘুনাথপুরের বাসিন্দা ও লাল্টু মোড়ল (৩৫) মানিকিয়ার বাসিন্দা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই সালাউদ্দিন খান, এএসআই আমজাদ হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাত ১০টার দিকে শার্শার দূর্গাপুরে ৪ জন ব্যক্তি কাঁধে বস্তাসহ পায়ে হেটে আসতে দেখে থামার সংকেত দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে ২টি বস্তাসহ আটক করা হয়। এবং অপর দুইজন আসামি তাদের কাধে থাকা ২টি বস্তা ফেলে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আর আটককৃতদের কাঁধে থাকা লাল-হলুদ রংয়ের ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ৮ প্যাকেট মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়, আর পলাতকদের ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply