যশোর

যশোরে বিস্ফোরকসহ দুই যুবক গ্রেফতার

| November 19, 2023

যশোরের ঝিকরগাছায় পাঁচ কেজি বিস্ফোরকসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাউজানি রেল ক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, হিমেল বাবু (২৪) ও নোমান খান (২৮)।

হিমেল খুলনা জেলা সদরের বানিয়াখামার গ্রামের ও নোমান খুলনার বটিয়াঘাটা থানার ঠিকরাবাদ গ্রামের বাসিন্দা।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় হিমেল বাবু ও নোমান খানকে পাঁচ কেজি বিস্ফোরকসহ আটক করা হয়।

তিনি বলেন, বিস্ফোরক বিশেষজ্ঞরা আটক বিস্ফোরক পরীক্ষা করে দেখেছেন এগুলো দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরি সম্ভব।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চলমান রাজনৈতিক সহিংসতায় খুলনা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বোমা-ককটেল বানানোর জন্য খুলনা জেলার সন্ত্রাসী জিতুর নির্দেশে তারা বেনাপোল সীমান্ত থেকে খালিদ নামের এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply