যশোর

পাগলিটা মা হবে, বাবা হবে না কেউ!

| November 19, 2023

যশোরের চৌগাছায় অজ্ঞাত মানসিক ভারসম্যহীন ৩৬ সপ্তাহের গর্ভবতী এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো সময় ওই নারীর সন্তান প্রসব হতে পারে। তবে এই সন্তানের বাবা কে এটা কেউ জানে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মানসিক ভারসম্যহীন ওই নারী গত দুইদিন ধরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামে অবস্থান করছিলেন।

চৌগাছায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি আমাকে জানান। পরে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ সন্তান সম্ভাবা ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. আল ইমরান বলেন, নাম ও পরিচয়হীন মানসিক ভারস্যহীন ওই নারী বর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহারের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে তার সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার আরো বলেন, পরীক্ষার পর গাইনী চিকিৎসকরা ধারণা করছেন নারীটির আগেও বাচ্চা হয়েছে এবং সেটা নরমাল ডেলিভারিতে হয়েছে। সে কারণে এবারো ওই নারীর নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

চৌগাছায় ধানবোঝাই গরুর গাড়ির চাপায় যুবকের মৃত্যু

হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা জানিয়েছেন, স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে ওই নারীকে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ফলমূল কিনে পাঠিয়েছেন। তিনি প্রতিনিয়ত সাংবাদিক ও স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে নারীটির খোঁজ খবর নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, তবে নারীটি মা হতে চললেও বাবা হবে না কেউ!

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ পর্যন্ত অনেকেই বিভিন্ন মাধ্যমে ওই নারীর অনাগত সন্তানকে দত্তক নেয়ার আবেদন করেছেন। তবে আমরা চেষ্টা করছি ওই নারীর পরিবারকে খুঁজে বের করার জন্য। অথবা এমন কোনো সেল্টার হোমে রাখার চেষ্টা করা হচ্ছে যেখানে তার অনাগত সন্তানের সাথে ওই নারীকেও রাখা যাবে।

যদি কারো পরিচিত বা কেউ যদি ওই নারী বা তার পরিবারের সন্ধান পান তাহলে দ্রুত চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার ০১৭১৬৪৬৬৫৮৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply