যশোরে নিজ ঘর থেকে আবু বক্করের লাশ উদ্ধার

যশোরে নিজ ঘর থেকে আবু বক্কর (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) শেখহাটি গ্রামের হঠাৎপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আবু বক্কর মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, আবু বক্কর বিয়ে করেননি। গ্রামের বাড়ি মাগুরা হলেও তিনি যশোর শহরতলীর শেখহাটি গ্রামে বসবাস করতেন। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। মাঝে মাঝে তিনি মাগুরাতে যেতেন। পরিবারের অন্য লোকজনের সাথে তার তেমন যোগাযোগও ছিলো না। হঠাৎ মৃত্যুর সংবাদ শুনে স্বজনরা যশোরে এসে তার মরদেহ শনাক্ত করে।

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

স্থানীয়রা জানায়, এলাকায় তেমন কারো সাথেই মিশতেন না আবু বক্কর। নিজ বাড়িতে থাকলেও অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলা ফেরা করতেন। বেশ কয়েকদিন ধরে তার দেখা পাওয়া যায়নি। বুধবার দুপুরের পর থেকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া যায়। পরে ঘরে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। এদিকে খবর পেয়ে ডিবির এলআইসি টিম ঘটনাস্থলে হাজির হয়। তারা বিভিন্নভাবে তদন্ত করেন।

এ বিষয়ে ডিবির এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখছেন বলে জানান।

এদিকে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানিয়েছেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

খুলনা ব্যুরো: খুলনা ট্রেনের ধাক্কায় হেলাল (৪৫) নামের এক...

বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী সদরে বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ...

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের...

৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি

ঢাকা অফিস: দেশের আটটি বিভাগেই অস্থায়ী দমকা বা ঝড়ো...