Uncategorized

ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ৪

| November 25, 2023

রাজশাহী ট্রাকের ধাক্কায় দুই নারীসহ সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরো তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ তিনজন মারা গেছেন। আহত অন্য দুইজনের অবস্থাও সংকটাপন্ন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply