Uncategorized

বাগেরহাটে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| November 26, 2023

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে নূরুল ইসলাম বাবু (৪৪) নামের এক মাদক বিক্রেতাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় বাগাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

নুরুল উপজেলার রনসেন গ্রামের বাসিন্দা।

তার নিকট থেকে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, শনিবার রাত ১০ টার দিকে চিহ্নিত মাদক বিক্রেতা নুরুল বাবু ভাগা বাজার এলাকার সোহেল শেখের বরফ কলের সামনে মহাসড়কের পাশে বসে ইয়াবা বিক্রি করছিলো। এ খবর পেয়ে থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply