জাতীয়

আবারো বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৮ হাজার

| November 26, 2023

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ভরি সোনার দাম এখন থেকে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

রবিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। আগামীকাল সোমবার (২৭ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৩ হাজার ৭১৮ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply