আওয়ামী লীগ

বদিউজ্জামান সোহাগ আ.লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

| November 26, 2023

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ দলীয় মনোনয়ন পেয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বদিউজ্জামান সোহাগের নাম ঘোষণা করেন। এরপর মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন। এছাড়া মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন দাস বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে এইচএম বদিউজ্জামান সোহাগ নির্বাচিত হলে শুধু মোড়েলগঞ্জ- শরণখোলার উন্নয়ন ছাড়াও তৃণমূলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে। তাই বাদউজ্জামান সোহাগকে দলীয় মনোনয়ন দেয়ায় দলীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাগেরহাট-৪ আসনে যোগ্য প্রার্থী মনোনয়ন দিয়েছেন।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, এবার বদিউজ্জামান সোহাগকে দলীয় মনোনয়ন প্রদান করে এ অঞ্চলের প্রয়াত নেতাদের শুণ্যতা পূরণ করায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি শরণখোলাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply