আওয়ামী লীগ

সাকিবকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: শিখর

| November 28, 2023

আসন্ন নির্বাচনে মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

দলীয় নেতাকর্মীদেরও অনুরোধ করেছেন যার যার জায়গা থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার পর পরই তার বাড়িতে নেতা-কর্মীসহ উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। সবাই প্রতীক্ষা করছেন সাকিবের ফিরে আসার। তবে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাউকে সেখানে দেখা যায়নি। সাকিবের মনোনয়ন পাওয়া নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই। তবে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এমপি শিখর।

তিনি বলেছেন, দলীয় মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি তাই করবো।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদেরকে নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply