Uncategorized

যশোরে চাকুসহ ২ সন্ত্রাসী আটক

| December 1, 2023

যশোরে চাকুসহ আসিফ হোসেন (২২) ও ইছা মীর (২১) নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শহরের শংকরপুর মহিলা আলিয়া মাদরাসার সামনে চাকু বের করে সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টির সময় তাদের আটক করা হয়।

এই ঘটনায় আটক দুইজন ও তাদের সহযোগী পলাতক একজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেছে পুলিশ।

আটককৃতরা হলো, শংকরপুর মহিলা আলিয়া মাদরাসা এলাকার আসিফ হোসেন ও শংকরপুর হারান বস্তির ইছা মীর।

এই মামলায় পলাতক আসামি হলো চাঁচড়া রায়পাড়ার ইকরামুল (২৩)।

চাঁচড়া ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বৃহস্পতিবার আটক দুইজন ও তাদের সহযোগী সন্ত্রাসীরা শংকরপুর মহিলা আলিয়া মাদরাসার সামনে চাকু বের করে সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসময় কোতোয়ালী থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসিফ ও ইছা মীরকে আটক করা হয়। তাদের দুইজনের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়। তবে তাদের সহযোগী ইকরামুল পালিয়ে চলে যাওয়ায় এই মামলা তাকে পলাতক আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস জানিয়েছেন, শুক্রবার চাকুসহ আটক দুইজনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply