Uncategorized

বাগেরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

| December 3, 2023

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জে মৎস্যজীবী তালিকায় কার্ড নবায়ন, মাতৃত্বকালীন ভাতা, ঘর দেয়ার নাম করে সুবিধাভোগীদের কাছ থেকে মাসুদ আলম নামের একজন ইউপি সদস্য (মেম্বার) লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় ভুক্তভোগীরা ঝাঁড়ু মিছিল ও পাদুকা হাতে নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন। তারা দুর্নীতিবাজ মেম্বারকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগে জানা যায়, উপজেলার পুটিখালী গ্রামের বখতিয়ার হাওলাদারের স্ত্রী হিরা আক্তারের মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার কথা বলে ১০ হাজার, একই এলাকার হাফিজুল মোল্লার মৎস্যজীবী কার্ড নবায়ন করার নামে তার কাছ থেকে ৭ হাজার টাকা, নাছির গাজী ৪ হাজার, সিদ্দিক শেখ সাড়ে ৪ হাজার, আলতাফ খান ৮ হাজার, আব্দুল রব মোল্লা ৮ হাজার ৫০০, সাইদুল মোল্লা ৫ হাজার, শুকুর মল্লিকের কাছে মেম্বার মাসুদ হাওলাদার ৫ হাজার দাবি করে টাকা না পেয়ে তালিকা থেকে তার নাম কর্তন করে। এছাড়াও কলেজ শিক্ষার্থী মাসুদ রানা মল্লিকের কাছ থেকে হয়রানিমূলক মিথ্যা অপবাদ দিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল বাশারের নিকট থেকে পারিবারিক একটি মামলায় হয়রানি করে ৬৫ হাজার টাকা নিয়েছেন। এসব ভুক্তভোগী পরিবারগুলো টাকা দিয়ে ২/১ মাস চাল পেলেও পরবর্তীতে তালিকা থেকে তাদের নাম কর্তন করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ আলম হাওলাদার নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় হতদরিদ্র সাধারণ মানুষের নিকট থেকে সরকারের সামাজিক বেষ্টনী প্রকল্পের আওতায় প্রাপ্ত সুবিধাভোগীদের কাছ থেকে নানা কৌশলে বিভিন্ন সময়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। ভূমিহীনদের ঘর দেয়ার আশ্বাস দিয়ে ওই গ্রামের মোকছেদ হাওলাদার কাছ থেকে দুই বছর পূর্বে ২৫ হাজার টাকা নিয়েছেন। ঘর না পেয়ে মনোকষ্টে নিয়ে অসুস্থ হয়ে কিছুদিন আগে তিনি মারা গেছেন। তার স্ত্রী জাবেদা খাতুন বলেন, ঘরও পেলাম না, টাকাও পাচ্ছিনা। মেম্বারের নিকট টাকা চাইতে গেলে চোখ রাঙ্গানি দিয়ে তাড়িয়ে দেয়। এ রকম ১৫/২০ জনের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে ইতোপূর্বে ভূক্তভোগী আসলাম মল্লিকসহ ৮ জন উপজেলা নির্বাহী অফিসারের দফতরে একটি অভিযোগ দায়ের করা হলে ২ লাখ ৩০ হাজার টাকা থেকে মেম্বার পর্যায়ক্রমে ৭২ হাজার টাকা ফেরৎ দিয়েছেন। এখন আর টাকা দিচ্ছে না তালবাহনা করছে মেম্বার মাসুদ আলম। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রাা। মেম্বারের দৃষ্টান্তমূলক বিচার, তাদের টাকা ফেরৎসহ গ্রেফতারের দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, মৎস্যজীবীদের তালিকা নবায়ন করার কোনো নির্দেশনা নেই অফিস থেকে। যদি মেম্বার নবায়ন করার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে থাকে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পুটিখালী ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মাসুদ আলম হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মৎস্যজীবী তালিকায় পরিষদ থেকে নাম দেয়ার সুযোগ নেই। অফিস থেকে তালিকা করা হয়। ঘরের বিষয়টি ৫ জনের অভিযোগ ইউএনও স্যারের দফতর থেকে নিষ্পত্তি করা হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply