Uncategorized

যশোরে চাঁদার দাবিতে টাইলস মিস্ত্রিকে মারধর, থানায় অভিযোগ

| December 4, 2023

যশোরে ৭০ হাজার টাকা চাঁদা দাবিতে রেজাউল করীম নামে এক টাইলস মিস্ত্রিকে মারধরসহ খুন জখমের হুমকি দিয়ে আসছে দুবৃর্ত্তরা।

এই ঘটনায় ভুক্তভোগী সোমবার (৪ ডিসেম্বর) ছয়জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো দুই-তিনজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো, আরবপুর এলাকার ইমরান, মিল্লাত, সুজন, রনি, ডবল ও রায়হান।

বাদী রেজাউল করীম রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার পূর্বমৌকুড়ি গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।

তিনি যশোর পুলিশ লাইন টালিখোলা এলাকার খলিল ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া।

অভিযোগে তিনি জানিয়েছেন, পেশায় তিনি টাইলস মিস্ত্রির কাজ করেন। আসামিরা তার কাছে দীর্ঘদিন ধরে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। রাজি না হওয়ায় খুন গুমের হুমকি দেয়। ১৫ নভেম্বর আরবপুর মোড়ে অবস্থানকালে চাকুর ভয় দেখিয়ে দাবিকৃত ৭০ হাজার টাকা না পেয়ে কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়। এরপরে বাকি থাকা ৫০ হাজার টাকার জন্যও আবার হুমকি দেয়। সোমবার আরবপুর মােড়ের আনোয়ারের সেলুনের সামনে থেকে বাকী থাকা ৫০ হাজারের মধ্যে ৩০ হাজার টাকা নিয়ে নেয়। বাকী টাকার জন্য তাকে মারধর করে। জীবন বাঁচাতে রেজাউল করীম দৌড়ে আরবপুর কলুপাড়া তার শ্বশুর সাঈদ বাবুর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানে গিয়েও ঘরের দরজা ভেঙ্গে মারধর করে। ঠেকাতে গিয়ে তার শ্বশুর, স্ত্রীসহ পরিবারের কয়েকজন আহত হয়। ওই সময় তার স্ত্রীর গলায় থাকা ৫০ হাজার টাকা মূল্যের সোনার চেইন ছিনিয়ে নেয়। এই ঘটনায় সোমবার কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply