Uncategorized

চার লাখ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেফতার

| December 5, 2023

নোয়াখালীর সদর উপজেলা থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় জুয়া খেলার দুই প্যাকেট তাস, নগদ চার লাখ পাঁচ হাজার ২০০ টাকা ও ১২টি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জরিমানা করে জব্দকৃত টাকা বাজেয়াপ্ত করে জামিন দেয়।

সোমবার রাতে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াডিরা হলো, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের জহিরুল হক ওরফে রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোলাম সারওয়ার (৪৫) ও মাইন উদ্দিন ওরফে মহিন (৪০), ৫ নম্বর ওয়ার্ডের আকবর হোসেন (৫৪), ফখরুল হাসান ওরফে মাসুদ (৪২), নোয়ান্নই ইউনিয়নের আবু তাহের (৪৫) ও চৌমুহনী পৌরসভার সাজ্জাদ হোসেন (৩০)।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাত পেশাদার জুয়াড়িদের গ্রেফতার করা হয়। এ সময় দুই প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার ২০০টাকা, জুয়াড়িদের শরীর তল্লাশি করে তিন লাখ ৫৭ হাজার টাকা ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply