Uncategorized

যশোরে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা, ৪ সুদখোরের নামে থানায় মামলা

| December 6, 2023

যশোরে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নিজ হাতে চিরকুটে চারজন সুদখোরের নাম লিখে লাভলী শারমিন নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের এই ঘটনার পর লাভলী শারমিনের ছেলে নিশাত আল মামুন কোতোয়ালী থানায় এই মামলা করেছেন।

আসামিরা হলো, একই গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী পারুল খাতুন, শুকুর আলীর স্ত্রী ববিতা বেগম, নুর আলীর স্ত্রী রুমা বেগম ও হাফিজুর রহমান মেছোর স্ত্রী শিরিন বেগম।

বাদী মৃতের ছেলে নিশাত আল মামুন মামলায় জানিয়েছেন, ৩ বছর পূর্বে আসামি পারুল খাতুনের কাছ থেকে বাদীর মা লাভলী শারমিন এক লাখ ২০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময়ে ওই টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু আসামি তার কাছে ওই টাকা তিন বছরের সুদের টাকা দাবি করে। অভাব অনাটনের সংসারে সুদের টাকা দিতে না পারায় সকল আসামি গত ২০ ও ৩০ নভেম্বর রাতে দুই দফায় তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সুদের টাকা দিতে অস্বীকার করায় লাভলী শারমিনকে আত্মহত্যার করার জন্য বলে চলে যায়। এই কথায় মনে কষ্ট পেয়ে মানসম্মানের ভয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজের হাতে ওই ৪ জনের নাম চিরকুট হিসেবে লিখে বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাভলী শারমিন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply