পশ্চিম বনবিভাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া বন স্টেশনের বনকর্মীদের সাথে নিয়ে গাবুরা ইউনিয়নের সোরা ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাহরিণ শিকারীরা মাংস ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
স্বাআলো/এসএ