যশোর

বেনাপোলে পিস্তলসহ দুই যুবক আটক

| February 4, 2024

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুইটি পিস্তলসহ রুবেল হোসেন (৩৩) ও ইয়াসিন আলম (৩০) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৪ ফেব্রুয়ারি) পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক রুবেল হোসেন ও ইয়াসিন আলম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।

যশোর র‍্যাব ক্যাম্পের দায়িত্বরত সদস্য মাসুদ জানান, রবিবার সকালে পুটখালী বল ফিল্ড নামক স্থান হতে দুইটি অস্ত্রসহ দুইজন আসামি রুবেল হোসেন ও ইয়াসিন আলমকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Shadhin Alo