যশোর

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি আটক

| February 6, 2024

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পোর্ট থানা পুলিশের অভিযানে সাজা ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে আটক করেছে। মঙ্গলবার সকালে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এএসআই সাজেদুর রহমান জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্তের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে সাজা পরোয়ানাভুক্ত আসামি কোরবান আলী (৪৫), জাহিদুল ইসলাম, ইমরান (২৪), সোহেল শেখ (২৬), শাওন, আনিছুর রহমান (৩৫), আবুল বাশার (৩৮), আলমগীর হোসেন (২৮), মিরাজকে (২১) আটক করা হয়।

আটককৃত সকল আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo