যশোর

যশোরের রাসেল হত্যা মামলার আসামি এনামুল হকের লাশ উদ্ধার

| February 14, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার আসামি এনামুল হকের লাশ শার্শা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পাকশিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এনামুল হক যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আটক করেছে পুলিশ।

শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মোজাফফার হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে যশোরের শার্শা উপজেলার নিজামপুর পাকশিয়া বাজার থেকে এনামুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন শার্শা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নিহত এনামুল যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রাসেল হত্যা মামলার আসামি ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo