Uncategorized

কারাভোগ শেষে ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরলো মনিরুল

| February 17, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে গিয়ে সে দেশে পুলিশের কাছে আটকের পর দীর্ঘ দুই বছর কারাভোগ শেষে মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) তাকে হস্তান্তর করেন। হস্তান্তর সময় বিজিবি-বিএসএফ উপস্থিত ছিলেন।

শার্শায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান, আতঙ্কে মানুষ

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, সাতক্ষীরা ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন মনিরুল ইসলাম। এরপর ভারতীয় পুলিশের কাছে আটক হন। পরে সাজার মেয়াদ শেষে তাকে হস্তান্তর করেছে।

মনিরুল ইসলাম খুলনা জেলার মহারাজপুর থানার হায়েদখালি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ও দুই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক

পরবর্তীতে ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo