Uncategorized

নড়াইলে পানিতে ডুবে প্রাণ গেলো স্কুলছাত্রের

| February 18, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলা জুড়লিয়ায় পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বিশ্বাস ওই জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, সুজন প্রতিদিন বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রবিবার সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি সুজন।

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৪ জনের

এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার এক পর্যায়ে সুজনের মা তার ছেলের পানিতে পড়ে যাবার বিষয়ে জানতে পেরে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাআলো/এস

Shadhin Alo