Uncategorized

চৌগাছা ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

| February 19, 2024

চৌগাছা (যশোর) প্রতিনিধি: জেলার চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৯ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫এর ছয় (ক) ও ১৫/১ ধারায় বিভিন্ন ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এতে মোট পাঁচজন ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনারের সাথে পরিবেশ সংরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন।

যশোরের ১০৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

অভিযানে বাজারের লিয়াকত হোসেনকে ১০ হাজার, ইবাদত হোসেনকে ছয় হাজার, অনিল কুমার রায়কে দুই হাজার, স্বপন কুমার রায়কে তিন হাজার এবং প্রাণ সরকারের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামী রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo