বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হলেন আনুশকা

| February 20, 2024

বিনোদন ডেস্ক: বলিউডরে জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা দ্বিতীয়বার মা হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিরাট ও আনুশকার সংসারে নতুন অতিথি এসেছে।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিরাট কোহলি।

বিরাটের পোস্টের ঠিক তিন মিনিট পরেই আনুশকা শর্মাও নিজের ভেরিফায়েড ফেসেবুক পেজে একই খবর জানিয়েছেন।

প্রসঙ্গত, ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা। তবে মেয়েকে এখনো সেভাবে প্রকাশ্যে আনেননি এ দম্পতি।

স্বাআলো/এস

Shadhin Alo