শিক্ষা

কাল থেকে ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু

| February 21, 2024

ঢাকা অফিস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএসসি পরীক্ষা শুরু, নোয়াখালীতে পরিক্ষার্থী সাড়ে ৪৩ হাজার

এই পরীক্ষায় ৬৭১টি কেন্দ্রে এক হাজার ৯১১টি কলেজের তিন লাখ ৫৩ হাজার ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে। আগামী ১৩ মে ২০২৪ তারিখ এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo